প্রথম কন্ঠ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন এর সাবেক সফল মেয়র, সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাহরাইনে দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ জুম্মা বাহরাইনের রাজধানী মানামা’র সন্নিকটে গফুল কানু মসজিদে মরহুম সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও গায়েবানা জানাজা সম্পন্ন করা হয়।
বাহরাইন কেন্দ্রীয় বিএনপি এবং জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত উক্ত দোয়া ও গায়েবানা জানাজায় বাহরাইন কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোজাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর তরফদার, হামেদ কাজী হাসান, নোমান উদ্দিন মনির, শাহ্ মোয়াজ্জেম হোসেন সোকার্নো, মোকবুল হোসেন মুকুল,মোঃ নবি মিয়া, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ নূরুল হক, আলাউদ্দিন গাজী, সুমন সাকিল, মাকসুদ আলম, আব্দুর রহমান সুজন, ফয়জুল্লাহ, হারুন, রিয়াজুল ইসলাম, সুজন, মনির হোসেন, কুদ্দুস মিয়া, মিনহাজ আলম, মোঃ হোসেন মিয়া ও কাজী সালাহ উদ্দিন প্রমুখ।
এছাড়া ও উক্ত দোয়া ও গায়েবানা জানাজায় বিপুল সংখ্যক বাংলাদেশী মুসল্লি অংশ গ্রহন করেন। কানু মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত গায়েবানা জানাজায় দোয়া ও ইমামতি করেন বাহরাইনস্থ ২০ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা হাফেজ মাওলানা মোঃ আবুল হাসেম।