নিজস্ব প্রতিবেদক : ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
আজ রোববার (১৫ ডিসেম্বর ২০১৯) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এটি প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আ ক ম মোজাম্মেল হক জানান, দেশে মুক্তিযোদ্ধার দাবিদার ২ লাখ ৫১ হাজার ২৫৮ জন। তবে, প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ১০ হাজারের বেশি নয়। আগামী ২৬ শে মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের ঘোষণাও দেন মন্ত্রী।
দেশে এমন তালিকা প্রকাশ এটিই প্রথম। এ সময় মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকাও প্রকাশ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
জানা যায়, মুক্তিযুদ্ধের সময় রাজাকার হিসেবে যারা ভাতা নিয়েছে, যাদের নামে অস্ত্র এসেছে এবং হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে তাদের নাম এ তালিকায় রয়েছে।
পরে অনান্য ঘাতক বাহিনীর সদস্যদের তালিকাও প্রকাশ করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এছাড়া, বীর মুক্তিযোদ্ধাদের যে তালিকা রয়েছে, তার একটি অংশও আজ তুলে ধরা হবে।