প্রথম কন্ঠ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় যাদবুপর- বেড়বাড়ী বাজার এলাকায় স্কুল ক্যাম্পাসে এ ফলাফল ঘোষণা করা হয়। নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নিউজ টাঙ্গাইলের সম্পাদক বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু’র সভাপতিত্বে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বেড়বাড়ী খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী শিকদার, বেগবাড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল শিকদার, স্কুলের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা, অভিভাবক ডা. বিকাশ সরকার, কামরুল ইসলাম শোভনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ফলাফলে প্লে থেকে ৫ম শ্রেণির ১ম.দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে স্কুলের পক্ষ থেকে পুরষ্কার তুলে দেওয়া হয়।