নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর উদ্যোগে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে টাঙ্গাইল র্যাব ক্যাম্পে দুস্থ অসহায় শীতার্ত গরিব মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কমান্ডার শাফিকুর রহমান।
এসময় তিনি বলেন, প্রচণ্ড শীতে অসহায় দুস্থরা মানবেতর জীবনযাপন করছে। তাই র্যাপিড একশন ব্যাটেলিয়নের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের খুঁজে বের করে তাদের শীত নিবারণের জন্য দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। র্যাপিড একশন ব্যাটেলিয়ান সন্ত্রাস চাঁদাবাজ মাদক নির্মূলে বদ্ধ পরিকর। আমরা অসহায় মানুষের পাশে থেকে এবং সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছি।
এসময় টাঙ্গাইল র্যাপিড একশন ব্যাটেলিয়নের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।