প্রথম কণ্ঠ ডেস্ক: টাঙ্গাইল গ্রীড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য শুক্রবার (৩ জানুয়ারি) ও শনিবার (৪ জানুয়ারি) এ দুইদিন সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমগ্র বাসাইল ও সখীপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাসাইল জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে পূর্বেই বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।’
সম্মানিত গ্রাহকগণের বিদ্যুৎ সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকবে বিধায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।