স্থানীয়রা জানান, ফারুক হোসেন নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকীর দেহরক্ষী এবং তার ছোট ভাই মামুনের ঘনিষ্ঠ বন্ধু। চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছিল। ফারুকের ভয়ে কেউ তার অপকর্মে প্রতিবাদ করতে সাহস পায়নি। এ বিষয়ে নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী জানান, আমার কোন বডিগার্ড নেই। একমাত্র আল্লাহ আমার বডিগার্ড।
কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির জানান, সন্ধ্যায় উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ধল্লাই মোড় চেকপোষ্টে ফারুক হোসেনকে সন্দেহ হলে পুলিশ তাকে তল্লাশী করে। এসময় তার কাছ থেকে বিদেশী একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে তাকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে পর ফারুকের সাথে কেউ জড়িত আছে কিনা জানা যাবে।
এঘটনায় কালিহাতী থানায় মামলার প্রস্তÍুতি চলছে।