স্টাফ রিপোর্টার : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ এমপি বলেন, আমরা এখন ক্ষমতাসীন দল তাই আমরা এমন কোন কাজ করবো না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।
তিনি আরও বলেন, এ নির্বাচনে সংসদ সদস্যরা ভোট চাওয়া ছাড়া সব করতে পারবেন। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা সাড়ে ১১টায় উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদল নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে বসে।
তোফায়েল আহমেদ বলেন, গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই আমরা। আমরা আশাবাদী গ্রহণযোগ্য নির্বাচন হবে। আর এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আজকের বৈঠকে কী কী বিষয় নিয়ে ইসির সাথে আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা আলোচনা করেছি।