নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে তামাশার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঢাকা সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরুর প্রায় আধা ঘণ্টা পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির মহাসচিব। এ সময ইভিএম বিভ্রাট, নির্বাচনে প্রার্থীদের এজেন্টরদের বের করে দেওয়া এবং ভোটকেন্দ্র দখলের নানা অভিযোগ তুলে ধরেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, বিএনপির পোলিং এজেন্টদের দুপুর ১২টার মধ্যেই শারীরিকভাবে লাঞ্ছিত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্রের ভেতরে আঙ্গুলের ছাপ দেওয়ার পর ভোটারদের ভোট দিতে না দিয়ে বুথের ভেতরে আওয়ামী সন্ত্রাসীরা ভোট দিয়েছে।
প্রত্যেক ভোট কেন্দ্রসহ আশপাশের এলাকায় সরকারি দলের সন্ত্রাসীরা মহড়া দিয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।