এস এম জাকির হোসেন : টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে গৃহে অবস্থানকারী প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান উদ্দেশ্যে সখীপুর অনলাইন স্কুল এবং গৃহবন্ধী মানুষদের নিত্য সদাই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অনলাইন শপ “নিত্য সদাই” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
অনলাইন স্কুল ও অনলাইন শপ “নিত্য সদাই” এর ব্যবস্থাপক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন- সখীপুর অনলাইন স্কুল থেকে সখীপুর থেকে সম্প্রচারিত ক্যাবল টিভিতে সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পর্যায়ক্রমে ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর প্রশিক্ষিত শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হবে। এছাড়াও গৃহবন্ধী মানুষদের নিত্য পণ্য সামগ্রী অনলাইনে অর্ডার অনুসারে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।
আজ রবিবার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এসব কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাসাসসুম প্রভা, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, ইন্সট্রাক্টর আবদুস সুবহান, প্রকল্প কর্মকর্তা এরশাদুল আলম, প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথমকণ্ঠ / এস এম