এস এম জাকির হোসেন : টাঙ্গাইলের সখীপুরে এবার এক অ্যাম্বুলেন্স চালকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ওই অ্যাম্বুলেন্স চালকের নাম সোনা মিয়া (৩৫)। সে সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মজিবর রহমানের ছেলে।
আজ সোমবার সকালে ওই চালকের দেহে করোনা শনাক্তের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীনুর আলম নিশ্চিত করেছেন। এ নিয়ে সখীপুর উপজেলায় মোট ৭ জনের দেহে করোনা শনাক্ত হল।
জানা যায়, আক্রান্ত সোনা মিয়া তার নিজস্ব মালিকানার অ্যাম্বুলেন্স নিজেই পরিচালনা করেন। গত ১৩ এপ্রিল রাতে সখীপুরের বনের ভেতর খোঁজে পাওয়া আলোচিত সেই মহিলাকে সোনা মিয়ার অ্যাম্বুলেন্সে করেই প্রথমে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবশ্য পরে মানসিক ভারসাম্যহীন ওই মহিলার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। এদিকে খবর পেয়ে করোনা পজিটিভ সোনা মিয়ার বাড়ির আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীনুর আলম বলেন, করোনা শনাক্ত হওয়া সোনা মিয়ার মধ্যে ভাইরাসের তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। তাকে পরিবারসহ বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। চিকিৎসকরা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চিকিৎসা পরামর্শ দেবে।
প্রথমকণ্ঠ / এস এম