টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেনু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হলো। জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য জানান।মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দা রেনু বেগম গত কয়েকদিন আগে ঢাকায় তার বোনের বাসা থেকে মির্জাপুরে আসেন। এ সময় জ্বর ও ঠান্ডা থাকায় ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। ২৬ এপ্রিল নমুনা ঢাকায় পাঠানো হলে পরদিন রাতে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন জানান, এর আগে গত ২১ এপ্রিল রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলার ঘাটাইল উপজেলার আরেক যুবকের মৃত্যু হয়। বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ২৪ জন।
প্রথমকণ্ঠ / এস এম