এস এম জাকির হোসেন : টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির উদ্যোগে এতিমদের ঈদ উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১২০ জন এতিম শিশুর হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, পায়জামা ও টুপি তুলে দেওয়া হয়। এছাড়াও উপজেলার নলুয়া মোল্লাপাড়া হাফিজিয়া মাদ্রাসা, গড়গোবিন্দপুর পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা, কচুয়া হযরত যায়েদ বিন সাবেত (রা:) মাদ্রাসা ও হাতীবান্ধা মাওলানা পাড়া শিশু পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, গুড়োদুধ, পেঁয়াজ, সেমাই-চিনি, লবণ ও সাবান বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মঞ্জুর কবির ভূঁইয়া (BUP, NDC, NSWC, ASWC, PSC), বিএএফ শাহীন কলেজের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন জিএম জাহাঙ্গীর আলম, গ্রুপ ক্যাপ্টেন মো. তৌহিদুল ইসলাম অধিনায়ক রক্ষণাবেক্ষণ শাখা, উইং কমান্ডার আব্দুল মোমেন অধিনায়ক পরিচালন শাখা, স্কোয়াড্রন লীডার দেলোয়ার হোছাইন অধিনায়ক প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিট। এছাড়াও সম্মানিত অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।