চাই একটু ভাত
এস এম জাকির হোসেন
😥😪😥😪😥😪😥😪
জামা না হয় পরবো ছেঁড়া
বস্তা দেবো গায়ে।
রাত কাটাবো
গাছের নিচে
চাইনা চটি পায়।
পাথর চেটে মিটলে খিদে
পাতি কি বাবু হাত?
খিদের তাপে মরছি জ্বলে
চাই একটু ভাত।