নিজস্ব প্রতিনিধি : সখীপুরে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়চওনা চটানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজিজ ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, করোনা কালে কাজ না থাকায় আজিজ বৃহস্পতিবার বিকেলে ঘুড়ি উড়াতে মাঠে যাবে। এক পর্যায়ে ঘুড়ির সুতা বিদ্যুতের তারে আটকে যায়। পরে সেই প্যাঁচানো সুতা নামাতে গিয়ে আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথমকণ্ঠ / এস এম জাকির হোসেন