এস এম জাকির হোসেন : টাঙ্গাইলের সখীপুরে ৫২৬টি মসজিদের জন্য বরাদ্দকৃত প্রধামন্ত্রীর বিশেষ সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করোনাকালে মসজিদগুলোর দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার সকালে উপজেলা সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম ধাপের ১৫৫টি মসজিদের সভাপতি ও ঈমামদের হাতে অর্থ তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম (কাজী বাদল), মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মাকসুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথমকণ্ঠ / এস এম