স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে বোয়ালী বাজারে চা পান করে তার নিজ কর্মস্থল হাসিউস সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদরাসায় যান। দুপুর ২টার দিকে এক দোকানদার ওই মাদরাসার সামনে পানি আনতে গেলে দরজার ফাঁক দিয়ে শিক্ষককে অফিসকক্ষে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে সখীপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
প্রথমকণ্ঠ / এস এম