নিজস্ব প্রতিবেদক, প্রথমকণ্ঠ : করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সোয়া ২ টায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবিন খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন আবদুল আউয়াল খান। সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর তার শ্বাসকষ্ট বেড়ে গেলে মুগদাতে আইসিইউ বেড না পেয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রথমকণ্ঠ / এস এম