এস এম জাকির হোসেন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জাকির হোসেন নান্নু।
জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান অবৈধ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে তারেক রহমান দেশান্তরী হয়ে আছেন। এ অবস্থায় যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈর সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। রাজপথ দখলের মাধ্যমেই এই অবৈধ সরকার উৎখাত করা হবে বলেও হুশিয়ারি দেন নেতারা।
এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদল ঢাকা বিভাগের সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদল শাহ আলম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক,কেন্দ্রীয় যুবদল ওমর তাহের বাবু, সি: যুগ্ম আহবায়ক, টাঙ্গাইল জেলা যুবদল খন্দকার রাশেদুল আলম রাসেদ, সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রথমকণ্ঠ / এস এম