নিজস্ব প্রতিনিধি, জাগো সখীপুর : সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের এক মাঠে দুই নাম দিয়ে একই দিনে আধা ঘন্টা আগে পরে খেলার দুইটি পোষ্টার ফেসবুকে ভাইরাল হয়েছে। একটি সাদাকালো পোষ্টারে দেখা যায়, বাঘবেড় গ্রাম বাসীর আইয়োজনে শেখ রাসেল স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ২০২০-২১ খ্রিঃ। এ খেলার তারিখ দেখা যায়, খেলা শুরু হবে ১২ই জানুয়ারি সময় ২.৩০ মিনিটে। তারা মাঠের নাম দিয়েছেন বাঘবের জাফুরচালা। পোষ্টারে দেখা যায়, এ খেলায় প্রধান অতিথি সখীপুর উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উদ্বোধক গাজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ মান্নান মিয়া এবং সভাপতি কামরুল হাসান বাবুল।
আরেকটি রঙিন পোষ্টারে দেখা যায়, সেখানে লেখা বিশাল ফুটবল খেলা-২০২১। এ খেলা আয়োজন করছে ইছাদিঘী গ্রামবাসী। এরা মাঠের নাম দিয়েছেন পশ্চিম পাড়া সুর্য্যদ্বয় ক্রীড়া সংঘ মাঠ। পোষ্টারে তারিখ দেখা যায়, খেলা শুরু হবে ১২ই জানুয়ারি সময় ৩.০১ মিনিটে। দেখা যায়, এ খেলায় প্রধান অতিথি গাজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ মান্নান মিয়া, উদ্বোধক আব্দুল কাদের, সভাপতি ইছাদিঘী স,প্রা,বি এবং সভাপতি আলহ্বাজ এম.এ হাকিম, প্রতিষ্ঠাতা সভাপতি ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়।
এ খেলা নিয়ে গজারিয়া ইউনিয়ন জুড়ে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সকলের মনে একই প্রশ্ন যারা দুই খেলারই একজন অতিথি তারা কি জানেন? আসলে খেলা হবে কী? নাকি বড় ধরণের কোন সংঘর্ষ সৃষ্টি হতে যাচ্ছে?
জাগো সখীপুর / এস এম