এস এম জাকির হোসেন : নড়াইলের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা ঘোষণার প্রতিবাদে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইল জেলা যুবদলের উদ্যোগে পুলিশী বাঁধার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের শান্তুকুন্জ্ঞ মোড় অবস্থিত জেলা যুবদলের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে রাস্তার মধ্যে উঠার সময় মিছিল পুলিশী বাঁধার মূখে পরে, যুবদলের নেতা কর্মি গণ পুলিশের বাঁধা অতিক্রম করে গুরে এসে কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী ও সিঃ যুগ্ম আহবায়ক রাশেদুল আলম রাশেদ। আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান টিটন, আব্দুল্লাহেল কাফি সাহেদ, সৈয়দ হাবিবুল আলম শাতিল,সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, জাহিদ হোসেন মালা,জেলা যুবদলের অন্যতম নেতা মনি পাহেলী, লাবু মিয়া,সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক খালিদ হাসান জুয়েল সহ যুবদলের অসংখ্য নেতা কর্মি অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে সংগঠনের আহবায়ক আশরাফ পাহেলী বক্তব্যে বলেন, এই জাল জালিয়াতির সরকার জিয়া পরিবার তথা বিএনপিকে নিঃশেষ করা ব্যার্থ চেষ্টা চালানের অং হিসেবেই নড়াইলের আদালতে বাংলাদেশের অহংকার তারেক রহমানকে সাজা দিয়েছে।
তিনি আরও বলেন, এই সরকার যত ষড়যন্ত্র ই করুক জিয়া পরিবার তথা বিএনপিকে কোনদি ধংশ করতে পারবেনা, যতদিন যাচ্ছে ততই জিয়া পরিবার তথা বিএনপি’র জনপ্রিয়তা বারছে। আগামী দিনে ছাত্র, যুব,জনতাকে ঐক্যবদ্ধ করে এই দুর্নীতিবাজ গুম,খুনের হুকুম দাতা বিনা ভোটের সরকারকে হটিয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রীক সরকার কয়েম করা হবে।