নিজস্ব প্রতিনিধি :
সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনতিবিলম্বে খুলে দিতে হবে-
ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা
ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুহাম্মদ আকবর আলী।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রী যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেন তাহলে সাধারণ জনগণকে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।
দেশের শিক্ষার্থীদের কে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে খুলে দিন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আকরাম আলী, জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান সিল্টু, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ শাহিনুর ইসলাম, অর্থ কল্যাণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আবুল হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম, টাঙ্গাইল জেলার সভাপতি প্রভাষক রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন, ইসলামী যুব আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এইচ এম সেলিম হোসাইন, ইশা ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলার সভাপতি এস এম কামরুল ইসলাম প্রমুখ।
প্রথমকণ্ঠ / এস এম