এম জাকির হোসেন:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে। যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তত্বাবধানে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের জন্য হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে।
এই হেল্প সেন্টার থেকে করোনা ভাইরাসে আক্রান্তদের ফ্রী চিকিৎস সহায়তা দেওয়া হবে। টাঙ্গাইল শহরের নিড়ালা মোড়ে অবস্হিত পাবলিক লাইব্রেরির দুতলায় বিএনপির অস্থায়ী কার্যালয় হইতে সেবামূলক কার্যক্রমটি পরিচালিত হবে।
কার্যক্রম সমূহঃ-
(১)অক্সিজেনের ব্যবস্থা
(২)ঔষধ সমূহ
(৩) হ্যান্ড সেনি টাইজার ও মাস্ক
(৪) সার্বক্ষণিক ডাক্তার।
অফিসে স্বেচ্ছায় সেবাদানের জন্য টিম গঠন করা হয়েছে। একাধিক ডাক্তার সহ সেবক টিম সাবর্ক্ষণিক সেবাদানের জন্য প্রস্তুত থাকবে।
প্রথমকণ্ঠ / এম