টাঙ্গাইল প্রতিনিধি : বঙ্গের আলীগড় খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের এক পরিত্যাক্ত টিনশেড ঘর থেকে আমিনুল ইসলাম নামের (৪০) এক পিয়নের ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১১ টায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন নিশ্চিত করেছেন। আমিনুল ইসলাম গড়াসিন গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে ও সা’দত কলেজে মাস্টাররোলে পিয়ন পোস্টে চাকুরী করতেন।
স্থানীয় ইউপি সদস্য শাহিন বলেন, আমিনুল ইসলাম কয়েক লাখ টাকা ঋণ করেছে। ধারণা করা হচ্ছে ঋণ পরিশোধ করতে না পেরে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।