৩ সম্মেলনে যোগ দিতে ভিয়েনায় গেলেন স্পিকার

৩ সম্মেলনে যোগ দিতে ভিয়েনায় গেলেন স্পিকার

নিজস্ব সংবাদদাতা, প্রথমকণ্ঠ:

বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আয়োজনে তিনটি সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (০৫ সেপ্টেম্বর) ভোরে স্পিকার ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভিয়েনায় উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ত্রয়োদশ সম্মেলন, স্পিকার্স অব পার্লামেন্টসের পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজম সংক্রান্ত প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নেবেন স্পিকার।

আইপিইউর উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ার পার্লামেন্টের সহযোগিতায় এসব সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শিরীন শারমিনের নেতৃত্বে সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রুমানা আলী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকারও এসব সম্মেলনে অংশ নেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রথমকণ্ঠ /এম

সংবাদটি শেয়ার করতে এখানে ক্লিক করুন




All rights reserved © Jago Tangail
Design BY Code For Host, Inc