সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা

সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা

এম জাকির হোসেন:

আগামী ১০ অক্টোবর সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করলেন ফজলুল হক বাপ্পা। আজ বুধবার সখীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি নিজেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা দেন।

ফজলুল হক বাপ্পা টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি, এর আগে তিনি ১৯৯১ সালে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক, ২০০৪ সালে তিনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

তিনি একজন বীর মুক্তি যোদ্ধার সন্তান ও সাংবাদিক, সখীপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, দৈনিক আমাদের সময় পত্রিকার সখীপুর প্রতিনিধি।

তিনি ৮২ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন বলে তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন বলে জানান।

ফজলুল হক বাপ্পা দৈনিক প্রথমকণ্ঠকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বিশ্বনেতা জননেত্রী শেখ হাসিনা তৃনমূল আওয়ামী পরিবারকে মূল্যায়নের  লক্ষ্যে তেগিদের নেতা বানানোর যে প্রতিশ্রুতিবদ্ধ সেই ধারাবাহিকতায় আমাকে দল মূল্যায়ন করবেন।

প্রথমকণ্ঠ / এম

সংবাদটি শেয়ার করতে এখানে ক্লিক করুন




All rights reserved © Jago Tangail
Design BY Code For Host, Inc