এম জাকির হোসেন:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের রাগামারা বাগান এলাকার । আমি সোহেল মিয়া, পিতা ইউসুফ আলী। আমি স্কোয়ারে এমব্রয়ডারি সেকশনে চাকরি করতাম সকল বেলা ডিউটি যাবার সময় ৪ নভেম্বর ২০১০ সালে স্টাফ গাড়িতে সরক দুর্ঘটনা হয় তারপর আমাকে ময়মনসিংহ মেডিকেল হসপিটাল কলেজ ভর্তি করা হয়, উন্নত চিকিত্সা জন্য ঢাকা স্কোয়ারে হসপিটাল পাঠানো হয়, এখানে আমার পরীক্ষা করে দেখে আমার তিন নাম্বার পাইনালস্কট মেরুদণ্ড ভেঙ্গে যায়, স্কোয়ারে আমার অপারেশন করা হয়, দুই সপ্তাহ পর আমাকে সাভার সি আর পি থেরাপি জন্য পাঠানো হয় সেখানে দুই মাস চিকিত্সা হয়, স্যার সি আর পি দুই মাস চিকিত্সা পর হুইল চেয়ার দিয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়,স্যার সি আর পি আমার শারীরিক কোন উন্নতি হয়নি স্যার ডাক্তার বলেছেন আর সুস্থ হবে কিনা বলা যায় না, স্যার,
আজ দশ বছর হুইল চেয়ারে চলাফেরা জীবন যাপন করছি ,স্যার আমার হাত পা নাড়াতে পারি না,প্যারালাসিস হয়ে যায়,আমি হাত দিয়ে খেতে পারি না, আমাকে খাওয়ানো ও প্রস্রাব পায়খানা সমস্ত সব স্ত্রী উপর স্যার আমার দুইজন ছেলে মেয়ে খুব কস্ট মধ্যে জীবন যাপন করছি ,স্যার এক দিকে নিজের খরচ অনন্য দিকে ছেলে মেয়ে লেখা পরা খরচ, অভাবের সংসার ,আমার আব্বা কৃষি কাজ করত আব্বা হার্ডে অসুস্থ কারনে এখন কিছু করে না স্যার সংসারে উপার্জন করার মত কেউ নেই স্যার, স্যার আপনি দয়া করে আমাকে আর্থিক সহযোগিতা করবেন স্যার কিউ,যদি আমাকে সাহায্য করতে চান ,আমার মোবাইল নাম্বার বিকাশ
01751199347
01679157641 ও নগদ একাউন্ট্,,
Sonali Bank,A/C
3324101020234,
কথা বলতে চাইলে,Imo, what App,01751199347,আমি এখন শারীরিক ভাবে প্রতিবন্ধী । খেয়ে না খেয়ে দিন কাটতে হয়,
আমার ওষধের জন্য, মাসে ২০০০/২৫০০ হাজার টাকা লাগে।আসুন একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায় মানবতার সেবায়। মানবতার জয় সবসময়।