নৌকা নিয়ে বাড়ী ফিরলেন সামছুল হক চৌধুরী বাবুল

নৌকা নিয়ে বাড়ী ফিরলেন সামছুল হক চৌধুরী বাবুল

 

ডি এইচ আবির :

চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে সামছুল হক চৌধুরী বাবুল তাই নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে তিনি নেতাকর্মীদের ও সাধারণ জনগনের প্রতি কৃতজ্ঞতাসহ অভিনন্দন জানান । তাদের উদ্দেশ্য বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছে তাই আমি আবারও ওনার প্রতি কৃতজ্ঞতা গাপন করছি । আমাকে আবার আপনাদের সেবা করার সুযোগ দিয়েছে । আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। আমি বঙ্গবন্ধুর আর্দশের ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক দলীয় কার্যক্রম চালিয়ে আসছি। যত দিন বেচেঁ থাকবো দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে যাবো।

 

পথসভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ছোট ভাই ফারুক চৌধুরী, রিপন চৌধুরী,থানা শ্রমিক লীগের নেতা খোশেদ চৌধুরী, সিদ্দিক চৌধরী, মুছা চৌধরী, তারেক মিয়াজী ,বাদসা, মানিক,হোসেন মেম্বার,মুক্তিযোদ্ধা সোলেমান মায়াবী , তাফাজ্জল হোসেন সাবেক মেম্বার,মোশাররফ মাষ্টার,আলী আকবর সরকার, সাবেক চেয়ারম্যানের ছেলে সাহাদাৎ ,জিল্লু সরকার, আর উপস্থিত ছিলো ৭ ও ৮ নং ওয়ার্ডের সাধারণ জনগন। তাছাড়া তোমার নিজ বাড়িতে লনিমিয়াজী,মকিম মিয়াজী, মোহন প্রধান,মানিক মৃধা, সেলিম তপদার,খোশেদ আলম ,বাদসা,আজাদ চৌধুরী, জামাল চৌধুরী , সাবেক ও বর্তমান মেম্বার প্রার্থী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে এখানে ক্লিক করুন




All rights reserved © Jago Tangail
Design BY Code For Host, Inc