নিজস্ব সংবাদদাতা:
জননিরাপত্তা বিধান এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার কেনার জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ও জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক অ্যান্ড্রি বোজিনস্ক্রি ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বেসেডার অ্যালেক্সান্ডার মানটিটস্কি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথমকণ্ঠ/এম