টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘ‌র্ষে আগুন, চালকসহ দগ্ধ ২

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘ‌র্ষে আগুন, চালকসহ দগ্ধ ২

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘ‌র্ষে আগুন, চালকসহ দগ্ধ ২ টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে চালকসহ দুইজন দগ্ধ হয়েছেন। প‌রে ফায়ার সা‌র্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এ‌নে আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে।

শনিবার (২৫ ডি‌সেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কা‌লিহাতী উপ‌জেলার সল্লা এলাকার ১৩ নং ব্রিজের কা‌ছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফ‌লে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

দগ্ধরা হ‌লেন-পঞ্চগড় জেলার বানগুর এলাকার শ‌হিদুল ইসলা‌মের ছে‌লে আপন (৪০), একই জেলার ফুলতলার বা‌সিন্দা বাবু। এ‌দের ম‌ধ্যে বাবুর শরী‌রের বেশির ভাগ পু‌ড়ে গে‌ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘ‌র্ষে এক‌টি ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত সরে যেতে পারলেও আটকা পড়েন সিমেন্ট বোঝাই ট্রাকের চালক। আগু‌নে তার শরীর পু‌ড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ‌ ঘটনায় মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হয়। প‌রে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে মহাসড়‌কে যান চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের জরুরি বিভা‌গের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. রা‌জিব পাল চৌধুরী ব‌লেন, আহত তিনজ‌নের ম‌ধ্যে একজ‌নের অবস্থা আশঙ্কাজনক। তার শরী‌রের বেশির ভাগ অংশ পু‌ড়ে গে‌ছে। এ ছাড়া তার মাথায় আঘাত লেগেছে ও হাড় ভে‌ঙে গে‌ছে।

সংবাদটি শেয়ার করতে এখানে ক্লিক করুন




All rights reserved © Jago Tangail
Design BY Code For Host, Inc