এম জাকির হোসেন :
সখীপুরে একই কায়দায় একের পর এক ছিনতাই। সখীপুরে উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে ছিনতাইয়ের ঘটনা। গত সাত দিনে জেলখানা মোড় থেকে কীর্ত্তন খোলা হাজির বাজার পর্যন্ত আশেপাশের এলাকায় প্রায় ছয়টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীরা জানান ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে এসে মোবাইলফোন স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এক ভুক্তভোগী কাগমারি সরকারি কলেজের ছাত্রী মীর খাদিজা আক্তার বলেন, গত ২ জানুয়ারি (সোমবার) সখীপুর থেকে বাড়ি ফেরার পথে ক্যাপ্টেন মোড় নামক জায়গায় আসলে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী ভয় দেখিয়ে জোরপূর্বক তার ব্যাগ ছিনিয়ে নেয়। আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন, তার ব্যাগে প্রায় দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল। আরেকজন ভুক্তভোগী কীর্ত্তনখোলা গ্রামের নুরু মিয়া বলেন, গত পহেলা জানুয়ারি আমি,আমার স্ত্রী এবং সন্তান নিয়ে সখীপুর যাওয়ার পথে এসডিএস মোড়ে আসা মাত্রই দুই ছিনতাইকারী আমার স্ত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এছাড়াও ধুম খালি এলাকার মানিক মিয়া, হাজীর বাজার এলাকার কবির হোসেন ও বাগবেড় এলাকার সাইফুল আলম সহ অনেকেই ছিনতাইকারীর কবলে পড়েছেন তবে সব ছিনতাইয়ের ধরন একই। এদিকে উপজেলায় দিন দুপুরে ছিনতাই বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলাবাসী। ছিনতাইয়ের ঘটনা রোধে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
এ বিষয়ে সখীপুর থানা অফিসার ইনচার্জ এ.কে. সাইদুল হক ভূঁইয়া বলেন,এ পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জাকির হোসে