আহমেদ শফি:
টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিক মামুন হায়দারকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংবর্ধনা দিয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরশহরের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সাংবাদিক মামুন হায়দার টাঙ্গাইলের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন নিয়ে ‘মুক্তিযুদ্ধের স্মারক’ ফিচার লেখকের পুরস্কার লাভ করায় ওই সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সাংবাদিক মামুন হায়দার সখীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি।
এ সময় সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি হারুন আজাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ, পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক শফি তালুকদার, রফিকুল ইসলাম, শেখ হাসনাত, নূর মোহাম্মদ, ইমরান আহমেদ,বহুরিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. হায়দার আলী, দাড়িয়াপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি-সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।