নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে শীত কম্বল বিতরণ

নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে শীত কম্বল বিতরণ

 

নাগরপুর(টাংগাইল)সংবাদদাতাঃ
টাংগাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও দৈনিক সংগ্রাম নাগরপুর উপজেলা প্রতিনিধি ডা.এম.এ.মান্নানের নিজস্ব অর্থায়নে অসচ্ছল ছাত্র ছাত্রী,পথিক ও শ্রমিকদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার ,১০ জানুয়ারি ২০২২ খ্রি.মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র,আইয়ূব আলী সুপার মার্কেটে অত্র প্রতিষ্ঠানের এমডির সম্মানিত পিতা আহাম্মদ হোসাইনের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শীত বস্ত্র(কম্বল)বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন,অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার(সার্বিক) হাফেজ মাসুদ বিল্লাহ,নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টারের কো চেয়ারম্যান মোছা.তাসলিমা আক্তার মুন্নী, সহকারি ম্যানেজার সজিবুর হোসাইন হাসান মেডিকেল অফিসার ডা.কাওছার খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে এখানে ক্লিক করুন




All rights reserved © Jago Tangail
Design BY Code For Host, Inc