শাজাহান খানের মেয়েকে বি‌য়ে কর‌লেন এমপি ছোট মনির

শাজাহান খানের মেয়েকে বি‌য়ে কর‌লেন এমপি ছোট মনির

টাঙ্গাইল প্রতিনিধি:

শাজাহান খানের মেয়েকে বি‌য়ে কর‌লেন এমপি ছোট মনির বিয়ের পিঁড়িতে বসলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস‌্য তানভীর হাসান ছোট মনির। তার স্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খানের একমাত্র মেয়ে ঐশী খান।

 

গেল বুধবার (১৯ জানুয়া‌রি) রাতে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয়। এর আগে গত ১৭ জানুয়ারি ঢাকার ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। এ ছাড়া ওই দিন রাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে গায়েহলুদের আয়োজন করা হয়।

এদিকে এমপি ছোট মনিরের গায়েহলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে‌ছে। দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন নবদম্পতির ছবি পোস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জা‌নি‌য়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন।

 

জানা গে‌ছে, মন্ত্রীকন‌্যা ঐশী খান (২৯) লন্ডন থেকে বিবিএ পাস করেছেন। ঐশী ছাড়াও শাহজাহান খানের আরও দুই ছেলে রয়েছে। এ ছাড়া সংসদ সদস‌্য তানভ‌ীর হাসান ছোট মনির সংসদ সদস‌্য হওয়ার আগে তি‌নি জার্মানপ্রবাসী ছি‌লেন। জার্মা‌নে থাকাকালীন তি‌নি সেখা‌নে ব‌্যবসা কর‌তেন।

সেনা মালঞ্চে বিবাহের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিসহ অন্তত ২০ সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে এখানে ক্লিক করুন




All rights reserved © Jago Tangail
Design BY Code For Host, Inc