সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ
সখীপুরের গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামে ৫৫ গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ রবিবার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম জাকির হোসেন (সাংবাদিক) উপস্থিত ছিলেন।
মানব কল্যাণ সংস্থার উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন প্রতিষ্ঠাতা সভাপতি:রিপন আল মামুন, সাধারণ সম্পাদক: হারুন অর রশিদসহ সকল সদস্য টুটুল,কাউসার,জুবায়ের,মিরাজ,শাওন,কামরুল,রাজন,আজাদ উপস্থিত ছিলেন।
প্রতি জনকে উপহার দেওয়া হয় খাদ্যের নাম ও পরিমান:
১.চাল -১কেজি
২.ডাল-৫০০গ্রাম
৩.তেল-৫০০গ্রাম
৪.চিনি-১কেজি
৫.দুধ-১/২ কেজি
৬.সেমাই- ১টা
৭.লবন-১কেজি
৮.সাবান ও মুরগির মসলা
৯.পিঁয়াজ ও রসুন- ১৩০০ গ্রাম
১০.মুরগি-১.৫ কেজি