সখীপুরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সখীপুরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ

সখীপুরের গজারিয়া  ইউনিয়নের ইছাদিঘী গ্রামে ৫৫ গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ রবিবার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম জাকির হোসেন (সাংবাদিক) উপস্থিত ছিলেন।

মানব কল্যাণ সংস্থার উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন প্রতিষ্ঠাতা সভাপতি:রিপন আল মামুন, সাধারণ সম্পাদক: হারুন অর রশিদসহ সকল সদস্য টুটুল,কাউসার,জুবায়ের,মিরাজ,শাওন,কামরুল,রাজন,আজাদ উপস্থিত ছিলেন।

প্রতি জনকে উপহার দেওয়া হয় খাদ্যের নাম ও পরিমান:
১.চাল -১কেজি
২.ডাল-৫০০গ্রাম
৩.তেল-৫০০গ্রাম
৪.চিনি-১কেজি
৫.দুধ-১/২ কেজি
৬.সেমাই- ১টা
৭.লবন-১কেজি
৮.সাবান ও মুরগির মসলা
৯.পিঁয়াজ ও রসুন- ১৩০০ গ্রাম
১০.মুরগি-১.৫ কেজি

 

সংবাদটি শেয়ার করতে এখানে ক্লিক করুন




All rights reserved © Jago Tangail
Design BY Code For Host, Inc