টাঙ্গাইল প্রতিনিধি:
সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সমান সমান অবস্থান করছে। আজকের মধ্যেই বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়াও যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার, এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় নতুন করে প্লাবিত হচ্ছে জেলার বিভিন্ন উপজেলার নদী তীরর্বতী নিন্মাঞ্চল। একই সাথে তীব্র আকার ধারন করেছে নদী ভাঙ্গন। গত কয়েকদিনে ভুঞাপুর উপজেলার কয়েকটি গ্রামের ঘর-বাড়ী, ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা যমুনায় বিলীন হয়েছে। এতে করে নি:স্ব হচ্ছেন জনগন।