সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সখীপুরে জমি জমা নিয়ে বিরোধের জের অর্ধশতাধিক আকাশমণি গাছ উপড়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। গত ২৬ জুন রোববার উপজেলার বাগবেড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর ওই এলাকার ওহাব আলী (৫৫), সোহরাব আলী (৫৬), চাঁন মিয়া (৬০) ও মিজানুর রহমানসহ ছয়জনকে আসামি করে টাঙ্গাইল আদালতে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, রহমত উল্লাহ ও তাঁর প্রতিবেশী ওহাব আলী, সোহরাব আলী, চাঁন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে ৯০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। প্রতিপক্ষরা ওই জমিটুকু নিজেদের দাবি করে ঝগড়ার পায়তারা করেও আসছিলেন। গত ২৬ জুন রোববার ওহাব আলী, সোহরাব আলী, চাঁন মিয়া ও তাদের লোকজন সংঘবদ্ধ হয়ে ওই জমিতে গিয়ে রহমত উল্লাহর জমিতে লাগানো অর্ধশতাধিক আকাশমণি গাছ উপড়ে ফেলে প্রাণ নাশের হুমকি দেয়।
রহমত উল্লাহ বলেন, আমি নিরীহ মানুষ বলে তাদের বাঁধা দিতে পারিনি। ওই জমিটুকু আমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি। ওই জমি হারালে আমি নি:স্ব হয়ে যাবো।
সোহরাব আলী ও মাসুদ রানা বলেন, রাস্তার পাশে জমি কে বা কাহারা গাছ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ আমাদের নামে মিথ্যা মামলা করেছে।