বাসচাপায় প্রাণ গেলো দুই ভাইসহ ৪ জনের

বাসচাপায় প্রাণ গেলো দুই ভাইসহ ৪ জনের

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের চাপায় দুই ভাইসহ ব্যাটারিচালিত ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) রাত ১২টায় জামালপুর-ধনবাড়ী সড়কের উপজেলার নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোপালপুর উপজেলার সুতি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকারের ছেলে ভ্যানচালক বাবুল কর্মকার (৫০), জামালপুরের রামনগর এলাকার শহিদের ছেলে সাইফুল ইসলাম (২২), সাইফুলের ছোট ভাই মিদুল (১৫) ও একই গ্রামের ফজলুলের ছেলে হাসান (১৯)।

 

ধনবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই আশিকুজ্জামান জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের চালকসহ দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে এখানে ক্লিক করুন




All rights reserved © Jago Tangail
Design BY Code For Host, Inc