সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বহেড়াতৈল-সখীপুর সড়কে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এতে সড়কে চলাচলকারী অসংখ্য যানবাহন আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাদেকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা বছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার, একেএম আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লিংকন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
ওই বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থী প্রাপ্তি আক্তার বলেন, মাঠের চারপাশে কাটাতারের বেড়া দিয়ে বৃক্ষ রোপন করা হয়েছে। আমাদের আর খেলাধুলার কোন জায়গা রইল না। মাঠটি রক্ষার জন্য তারা জোর দাবি জানান।
এ সময় বক্তারা খেলার মাঠ পূণরুদ্ধারের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত: প্রায় অর্ধ শত বছর আগে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি স্থানীয় নূরুল ইসলাম নামের এক ব্যক্তি নিজের জমি দাবি করে আদালতে মামলা করেন। সেই মামলায় হাইকোর্ট তার পক্ষে রায় দেয়। এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বিদ্যালয়ের মাঠ, বীট অফিসসহ প্রায় ৩ একর জমি তিনি দখল বুঝে নিয়ে মাঠে স্থাপনা ও বৃক্ষ রোপন করেন।