টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দুই পু‌লিশসহ নিহত ৩

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দুই পু‌লিশসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধিঃ

টাঙ্গাই‌লের মধুপু‌রে ট্রা‌কের পেছ‌নে চলন্ত মাই‌ক্রোবাসের ধাক্কায় দুই পু‌লিশ সদস্যসহ তিনজন নিহত হ‌য়েছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন আ‌রও দুইজন। সোমবার (২৪ অ‌ক্টোবর) রাত ৮টার দি‌কে মধুপুর-জামালপুর আঞ্চ‌লিক সড়‌কের  গোলাবা‌ড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- জামালপুর সদরের নারায়ণপুর পু‌লিশ ফাঁড়ির সদস্য নুরুল ইসলাম ও সো‌হেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লালন (২৪)। লালন জামালপুর সদ‌রের গজারহাটা গ্রা‌মের আবুল হো‌সে‌নের ছেলে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাজহারুল আ‌মিন বলেন, ধর্ষণের আসামির মে‌ডি‌কেল পরীক্ষা শে‌ষে মাই‌ক্রোবা‌সে ঢাকা থে‌কে জামালপুর ফেরার প‌থে গোলাবা‌ড়ি এলাকায় এক‌টি ট্রা‌কের পেছ‌নে স‌জো‌রে ধাক্কা লা‌গে। এ‌তে ঘটনাস্থ‌লেই দুই পু‌লিশ সদস্য ও আসামি নিহত হয়। এ সময় আহত হয় আ‌রও দুইজন।

তি‌নি আ‌রও জানান, মঙ্গলবার সকা‌লে নিহত‌দের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া‌ শে‌ষে পু‌লিশ সদস্যদের মর‌দেহ যার যার ইউ‌নি‌টি‌তে পাঠা‌নো হ‌বে।

সংবাদটি শেয়ার করতে এখানে ক্লিক করুন




All rights reserved © Jago Tangail
Design BY Code For Host, Inc