ঢাকায় স্মরণকালের ঐতিহাসিক মহাসমাবেশ হবে : আমান

ঢাকায় স্মরণকালের ঐতিহাসিক মহাসমাবেশ হবে : আমান

 নিজস্ব প্রতিবেদকঃ

জনগণের অংশগ্রহণে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় স্মরণকালের ঐতিহাসিক মহাসমাবেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

ঢাকার মহাসমাবেশ সফলে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর উত্তরের পল্লবী, রূপনগর, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা বিএনপির যৌথ কর্মিসভায় সভাপতির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, বর্তমান বিনা ভোটের সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিএনপিসহ বিরোধী দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের এবং গ্রেপ্তার করে কারান্তরীণের মাধ্যমে বিরতিহীনভাবে হয়রানি করে চলেছে। বিএনপির বিভাগীয় গণসমাবেশগুলোতে মানুষের ঢল দেখে সরকার দিশাহারা হয়ে গণসমাবেশের পূর্বে পরিবহন ধর্মঘট দিয়ে লোক সমাগমে বাধা দেয়ার ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছে।

আমান  সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কোনো অপচেষ্টাই কাজে লাগবে না। বিএনপির বিভাগীয় গণসমাবেশে জনসমাগম ঠেকানো যাবে না। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ হবে স্মরণকালের ঐতিহাসিক গণসমাবেশ। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের পতন ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের বিজয় সুনিশ্চিত।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে। এরই মধ্যে অনুষ্ঠিত হওয়া বিএনপির কয়েকটি বিভাগীয় গণসমাবেশ তার উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশে বিপুল লোক সমাগম ঠেকানোর সাধ্য কারও নেই।’

তিনি বলেন, ‘সরকারকে হটাতে বিএনপির আন্দোলন চলছে। সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব না। বিজয় আমাদের হবেই।’ নেতৃদ্বয় মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলুর মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

কর্মিসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান, সদস্য মাহবুব আলম মন্টু, গোলাম কিবরিয়া মাখন, আহসান উল্লাহ চৌধুরী হাসান, আমজাদ মোল্লা, আজহারুল ইসলাম সেলিমসহ অনেকে।

সংবাদটি শেয়ার করতে এখানে ক্লিক করুন




All rights reserved © Jago Tangail
Design BY Code For Host, Inc